রাজধানীর দক্ষিণখান এলাকায় শাজাহান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে দক্ষিণখানের নর্দ্দাপাড়ার তালতলায় এ ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাজাহান নামে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে তিনি ফোর্স নিয়ে অবস্থান করছেন।