সৌন্দর্য বিশেষজ্ঞ ও উদ্যোক্তা আফরোজা পারভীন নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন পডকাস্ট শুরু করেছেন। আফরোজা রেড বিউটি স্যালনের ব্যবস্থাপনা পরিচালক এবং উজ্জ্বলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দেশের বিউটি ও গ্রুমিং সেক্টরে নারীদের উন্নয়নে কাজ করছেন।
আফরোজা বলেন, শরীর অসুস্থ হলে চিকিৎসা নিলেও মনের অসুস্থতার প্রতি আমরা সচেতন নই, বিশেষ করে নারীরা। কিন্তু সুস্থ থাকতে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী থাকা জরুরি।
তিনি জানান, পডকাস্টে নারীদের মানসিক সুস্থতা, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প নিয়ে আলোচনা হবে। এতে বিশেষজ্ঞ অতিথি থাকবেন এবং বিভিন্ন সেক্টরের নারীর অভিজ্ঞতা শোনা যাবে। ভুক্তভোগী নারীরাও তাদের গল্প শেয়ার করতে পারবেন।
আফরোজা আরও বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দিতে হবে। স্কুল বা পরিবারের চাপের কারণে অনেক শিশু মানসিক সমস্যায় ভোগে। আমাদের শোতে মনোরোগ বিশেষজ্ঞরা সমস্যার সমাধান বের করার চেষ্টা করবেন।
পডকাস্টের লক্ষ্য নারীদের ও শিশুদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া।