ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীকে গুলিবিদ্ধ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি আহত ওসমান হাদীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।