আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’।
দলটির সংসদীয় মনোনয়ন ও দেশব্যাপী নির্বাচন কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে ১২টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাবে এ বিষয়ে বিস্তারিত জানাতে ও আনুষ্ঠানিক দিকনির্দেশনা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
প্রাথমিক মনোনয়ন তালিকায় যারা আছেন:
জনতার দলের প্রকাশিত প্রাথমিক তালিকায় দেখা যায়, দলের শীর্ষ নেতারা একাধিক আসন থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে ঢাকা, উত্তরবঙ্গ ও গোপালগঞ্জের আসনগুলোতে তারা প্রার্থী চূড়ান্ত করেছেন। তালিকাটি নিম্নরূপ:
১.ক্যাপ্টেন (অব.) আফান উদ্দিন – ঠাকুরগাঁও-২
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল (চেয়ারম্যান) – লালমনিরহাট-২
৩. কর্নেল (অব.) আবুল কালাম মো. জাকী – নীলফামারী-৩
৪. লে. জেনারেল সাব্বির আহমেদ – গাইবান্ধা-৬ ও ঢাকা-১৭
৫. মেজর (অব.) জাকির হোসেন – ঢাকা-১০ ও গোপালগঞ্জ-১
৬. প্রকৌশলী (অব.) সোহেল আরমান – সিরাজগঞ্জ-২
৭. আজম খান (মহাসচিব) – ঢাকা-১৬ ও গাজীপুর-৫
৮. মেজর (অব.) ডেল এইচ খান (মুখপাত্র) – কিশোরগঞ্জ-২
৯. প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন – চট্টগ্রাম-৮
তালিকায় দেখা যায়, লে. জেনারেল সাব্বির আহমেদ, মেজর (অব.) জাকির হোসেন এবং দলের মহাসচিব আজম খান দুটি করে আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।
দলের যুগ্ম সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. আতিকুল ইসলাম জুনেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, মহাসচিব আজম খান, মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক ডেল এইচ খান এবং দলের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন