রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আকস্মিকভাবে আগুন লেগেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, খবর পাওয়ার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো এবং বাসে কোনো যাত্রী ছিল কি না—তা এখনো নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা।