তর্ক-ঝগড়া-হাতাহাতি-সমঝোতা, তারপরও হত্যা

তর্ক-ঝগড়া-হাতাহাতি-সমঝোতা, তারপরও হত্যা

রাজধানীর লালবাগ শহীদনগরে তর্ক-ঝগড়া-হাতাহাতি-সমঝোতার পরও মোহাম্মদ হোসেন (২৫) নামে এক কারখানা কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

জানা গেছে, লোহার পাইপ চাওয়া নিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহীদনগর ২ নম্বর গলিতে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনাটি লালবাগ থানাকে জানানো হয়েছে। 

ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বিকেল ৪টায় তাকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসকরা। 

নিহতের বোন সুরাইয়া আক্তার জানান, মোহাম্মদ হোসেন শহীদনগর ২ নম্বর গলিতেই বসবাস করতেন। পাশেই একটি গহনা তৈরির কারখানায় কাজ করতেন তিনি। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। 

ঘটনার পর আহত হোসেনকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার বন্ধু মো. আব্দুল রাকিব। তিনি জানান, সোমবার রাতে ২ নম্বর গলি দিয়ে হোসেন ও তার আরেক বন্ধু নীরব যাচ্ছিলেন। নীরবের হাতে একটি লোহার পাইপ ছিল। আবির (২৮) নামে এক স্থানীয় যুবক তখন সেই পাইপটি চান। কিন্তু না দিলে নীরবকে তিনি চড়-থাপ্পড় দেন। এ ঘটনার প্রতিবাদ করে আবিরকে চড় দেন হোসেন। 

রাতে ঘটনাটির মীমাংসা করে দেন স্থানীয় কয়েকজন বড় ভাই। মঙ্গলবার দুপুরে কারখানায় কাজ শেষ করে বাসায় খাবার খেতে আসছিলেন হোসেন। এ সময় সেখানে ওঁৎ পেতে থাকা আবির ধারালো ছুরি দিয়ে তার পেটে ৫-৬ বার আঘাত করেন। আশপাশে থাকা লোকজন তাকে সেই সময় আটকে ফেলেন। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS