News Headline :
প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ খিলক্ষেতে অপহৃত ব্যক্তি আশুলিয়ায় উদ্ধার, আটক ৭ থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ৭২ টাকা কেজি দরে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি’ প্রাক-চুক্তিপত্র সই, ইতালি থেকে আসবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান নারীস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসের দাবি রোকেয়া দিবসে নারী সংহতির শ্রদ্ধাঞ্জলি গাজীপুর কারাগারে ‘আয়নাবাজি’: ছাত্তারের জেল টাকার বিনিময়ে খাটছেন সাইফুল
খিলক্ষেতে অপহৃত ব্যক্তি আশুলিয়ায় উদ্ধার, আটক ৭

খিলক্ষেতে অপহৃত ব্যক্তি আশুলিয়ায় উদ্ধার, আটক ৭

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত গাড়িসহ চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ভুক্তভোগীর নাম জিয়াউল মাহমুদ (৫০)। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিকুঞ্জ এলাকা থেকে ছয়-সাতজন ব্যক্তি তাকে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে অপহরণ করে। এ সময় তারা ভুক্তভোগীর ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়।

ঘটনার পরপরই জিয়াউল মাহমুদের স্ত্রী খিলক্ষেত থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে।

পরে সোমবার রাতেই আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত জিয়াউল মাহমুদকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যক্তিগত গাড়ি উদ্ধার এবং অপহরণ চক্রের সাত সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. ফারুক হোসেন (৩৬), মাহবুব মুন্সি (৩৮), অনিক (২৩), মো. জসিম (৩৬), মোহাম্মদ আলমগীর হোসেন (৩২), মাহাদি সরকার রাকিব (৩০) ও শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS