থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্ত এলাকায় ভ্রমণ বা বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার বা সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
এতে উল্লেখ করা হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ বা বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার বা সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো তথ্য বা মতামত প্রকাশ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যেতে পারে। জরুরি প্রয়োজনে যোগাযোগে এ নাম্বারে অনুরোধ করা হয়েছে: +৬৬৮১৮৭০৮৪৪৩
এদিকে কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাতকে ঘিরে কূটনৈতিক সমাধানের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন , শান্তি আলোচনার জন্য কম্বোডিয়া ‘প্রস্তুত নয়’ এবং বর্তমান পরিস্থিতি কূটনৈতিক উদ্যোগের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করছে না।