News Headline :
প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ খিলক্ষেতে অপহৃত ব্যক্তি আশুলিয়ায় উদ্ধার, আটক ৭ থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ৭২ টাকা কেজি দরে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি’ প্রাক-চুক্তিপত্র সই, ইতালি থেকে আসবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান নারীস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসের দাবি রোকেয়া দিবসে নারী সংহতির শ্রদ্ধাঞ্জলি গাজীপুর কারাগারে ‘আয়নাবাজি’: ছাত্তারের জেল টাকার বিনিময়ে খাটছেন সাইফুল
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্ত এলাকায় ভ্রমণ বা বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার বা সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ বা বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার বা সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো তথ্য বা মতামত প্রকাশ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যেতে পারে। জরুরি প্রয়োজনে যোগাযোগে এ নাম্বারে অনুরোধ করা হয়েছে: +৬৬৮১৮৭০৮৪৪৩

এদিকে কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাতকে ঘিরে কূটনৈতিক সমাধানের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন , শান্তি আলোচনার জন্য কম্বোডিয়া ‘প্রস্তুত নয়’ এবং বর্তমান পরিস্থিতি কূটনৈতিক উদ্যোগের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS