নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নারী সংহতি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রোকেয়া বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় সংগঠনের সভাপতি শ্যামলী শীল এবং সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোকেয়া দিবস পালনের অংশ হিসেবে নারী সংহতির কেন্দ্রীয় কমিটি একটি র্যালিসহ রোকেয়া হলে প্রবেশ করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নারী সংহতি একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে নারী সংহতির সভাপতি শ্যামলী শীল বলেন, আজ রোকেয়ার জন্ম ও মৃত্যুদিন। এ দিনকে স্মরণ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রোকেয়ার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই।
নারী সংহতির সভাপতি আরও বলেন, আজকের দিনেও আমরা একটি নতুন রাজনৈতিক রূপান্তরের জন্য কাজ করছি। সংসার থেকে সংসদ, রাজপথ থেকে ক্ষমতার কেন্দ্র; সবখানে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ১০০ আসন সংরক্ষিত রেখে সরাসরি ভোটে নারী নির্বাচনের যে দাবি আমরা তুলেছি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে।
তাই কেবল নারীদের মুক্তি না, বাংলাদেশের মুক্তির জন্য নারীদের রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া জরুরি। এ কাজে রোকেয়ার সংগ্রামী জীবন আমাদের অনুপ্রেরণা দেবে, শক্তি যোগাবে, যোগ করেন শ্যামলী শীল।