News Headline :
প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ খিলক্ষেতে অপহৃত ব্যক্তি আশুলিয়ায় উদ্ধার, আটক ৭ থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ৭২ টাকা কেজি দরে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি’ প্রাক-চুক্তিপত্র সই, ইতালি থেকে আসবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান নারীস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসের দাবি রোকেয়া দিবসে নারী সংহতির শ্রদ্ধাঞ্জলি গাজীপুর কারাগারে ‘আয়নাবাজি’: ছাত্তারের জেল টাকার বিনিময়ে খাটছেন সাইফুল
রোকেয়া দিবসে নারী সংহতির শ্রদ্ধাঞ্জলি

রোকেয়া দিবসে নারী সংহতির শ্রদ্ধাঞ্জলি

নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নারী সংহতি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রোকেয়া বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় সংগঠনের সভাপতি শ্যামলী শীল এবং সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রোকেয়া দিবস পালনের অংশ হিসেবে নারী সংহতির কেন্দ্রীয় কমিটি একটি র‌্যালিসহ রোকেয়া হলে প্রবেশ করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নারী সংহতি একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে নারী সংহতির সভাপতি শ্যামলী শীল বলেন, আজ রোকেয়ার জন্ম ও মৃত্যুদিন। এ দিনকে স্মরণ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রোকেয়ার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই।

নারী সংহতির সভাপতি আরও বলেন, আজকের দিনেও আমরা একটি নতুন রাজনৈতিক রূপান্তরের জন্য কাজ করছি। সংসার থেকে সংসদ, রাজপথ থেকে ক্ষমতার কেন্দ্র; সবখানে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ১০০ আসন সংরক্ষিত রেখে সরাসরি ভোটে নারী নির্বাচনের যে দাবি আমরা তুলেছি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে।

তাই কেবল নারীদের মুক্তি না, বাংলাদেশের মুক্তির জন্য নারীদের রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া জরুরি। এ কাজে রোকেয়ার সংগ্রামী জীবন আমাদের অনুপ্রেরণা দেবে, শক্তি যোগাবে, যোগ করেন শ্যামলী শীল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS