আমি চাই না নাতনি বিয়ে করুক: জয়া বচ্চন

আমি চাই না নাতনি বিয়ে করুক: জয়া বচ্চন

বিতর্ক যেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চনের নিত্যসঙ্গী। পাপারাজ্জিদের কড়া ভাষায় শাসন, নিজের মন্তব্যে বহুবার নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন এ বর্ষীয়ান অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক ও অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে ফের আলোচনায় জয়া বচ্চন।

‘গুড্ডি’ খ্যাত অভিনেত্রী বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নেটিজেনদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছেন। অনেকেই সমালোচনা করছেন। আবার কেউ বেউ বলছেন— এটাই জয়া, নিজের মতপ্রকাশে আপসহীন।

জয়া বলেন, বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে।

বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আমি চাই না নভ্যা বিয়ে করুক।

বর্ষীয়ান অভিনেত্রী আরও বলেন, জীবনকে উপভোগ করা উচিত। সম্পর্ক, শারীরিক আকর্ষণ— এগুলোর গুরুত্ব আছে; কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমেছে।

অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ে নিয়ে অভিনেত্রীর ভাবনা কি একই ছিল এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, আমি তাকে (অমিতাভ বচ্চন) জিজ্ঞেস করিনি। উনি হয়তো বলবেন— আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি সেটি শুনতে চাই না। এমন মন্তব্য সামনে আসতেই নেটিজেনদের মাঝে চর্চা শুরু হয় চারদিকে। 

বিয়েকে পুরোনো ধারণা বলেও স্বীকার করে জয়া বচ্চন বলেন, জীবনের শুরুতে তিনি প্রথম দর্শনেই অমিতাভের প্রেমে পড়েছিলেন।

যদিও তাদের ভালোবাসা, বিয়ে এবং ৫২ বছরের দাম্পত্য নিয়ে এখনও ভক্তদের আগ্রহ কম নয়। অমিতাভ বচ্চন ও জয়ার বিয়ের পেছনের গল্পটিও যেন সিনেমার মতই নাটকীয়। ১৯৭৩ সালে ‘জঞ্জির’ ব্লকবাস্টার হওয়ার পর তাদের দলবল নিয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল। 

অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন জানতে চাইলেন কারা যাবে জয়াসহ মেয়েদের নাম শুনে তিনি স্পষ্ট বললেন— আগে বিয়ে কর, তারপর যাও।’ বাবার কথা রাখতেই মাত্র এক রাতের প্রস্তুতিতে বিয়ে সারেন তারা। পর দিনই রওনা দেন লন্ডনের উদ্দেশে।

সূত্র:  ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS