News Headline :
পুরুষতান্ত্রিক সিনেমা দুনিয়ার বিরুদ্ধে সোচ্চার হলেন মাধুরী

পুরুষতান্ত্রিক সিনেমা দুনিয়ার বিরুদ্ধে সোচ্চার হলেন মাধুরী

চলচ্চিত্র দুনিয়ায় নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের বৈষম্য নতুন নয়। প্রায়ই শোনা যায়, অভিনেত্রীদের তুলনায় অভিনেতাদের পারিশ্রমিকের মাপকাঠি অনেকটাই বেশি। এমনকী সুযোগ-সুবিধাও নাকি পুরুষদের তুলনায় নারীরা অনেকটাই পিছিয়ে।

মাসখানেক আগে আট ঘণ্টার শুটিং শিফটের দাবি করে ‘পুরুষতান্ত্রিক ফিল্মিদুনিয়া’কে নাড়িয়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যে ইস্যু নিয়ে চর্চা বর্তমানেও আলোচনা চলছেই।

এবার সংশ্লিষ্ট বিষয়ে নিজস্ব মতামত ব্যক্ত করতে গিয়েই নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর জন্য সোচ্চার হলেন মাধুরী দীক্ষিত। তার মন্তব্য, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রতিটা কর্পোরেট সেক্টরে দেখা যায়।

ক্যারিয়ারের শুরু থেকেই বলিউডের ব্লকবাস্টার নায়িকা মাধুরী। যিনি অনিল কাপুর, সঞ্জয় দত্ত থেকে শুরু করে শাহরুখ-সালমান, আমির খানের মতো প্রথমসারির অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছেন।

সেই প্রসঙ্গ টেনে মাধুরীর বলেন, পারিশ্রমিক নিয়ে এমন বৈষম্য চিরকালের। দীর্ঘদিন ধরেই সবাই এর জন্য লড়ে যাচ্ছেন আর এটাই বলার চেষ্টা করছেন যে, নায়িকাদেরও পারিশ্রমিক বাড়ানো উচিত। আমি বলছি না, পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক দিতে হবে, কিন্তু কোথাও একটা সমতা বজায় রাখা দরকার জানেন তো।

শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোনের দাবি করা ৮ ঘণ্টার শুটিং শিফট নিয়েও মুখ খুললেন বলিউডের এই ‘ধক ধক গার্ল’।

মাধুরীর মন্তব্য, মিসেস দেশপাণ্ডে সিনেমাতে অভিনয় করার সময়ে আমরা প্রতিদিন ১২ ঘণ্টার শিফটে কাজ করতাম। তার থেকে বেশিও হতে পারে… তাই আমার মনে হয়, প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। আমি যেমন ভীষণ কাজ পাগল মানুষ। আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। কিন্তু যদি কোনও নায়িকা অনায়াসে এটা বলতে পারেন যে, ‘আমি এত ঘণ্টাই কাজ করতে চাই’, তাহলে বুঝতে হবে তার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। সেই নায়িকার জন্য আরও শক্তি কামনা করলাম।

দীপিকার মন্তব্যে পক্ষ নিয়ে অভিনেত্রীর আরও সংযোজন, নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কাউকে জোর করা উচিত নয়। কাজের সময়সীমা বেছে নেওয়া প্রত্যেকের ব্যক্তিগত অধিকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS