‘হৃদয়বিদারক’ বললেন সাবিলা, ‘কঠোরতম শাস্তি’ চান জয়া

‘হৃদয়বিদারক’ বললেন সাবিলা, ‘কঠোরতম শাস্তি’ চান জয়া

শোবিজের অনেক তারকার মধ্যেই অসাধারণ প্রাণী প্রেম রয়েছে। শুধু পোষা প্রাণী নয়, পথেঘাটের অসহায় প্রাণীদের প্রতিও তাদের টান গভীর। এসব প্রাণীর নির্যাতনের ঘটনা দেখলে সামাজিকমাধ্যমে আওয়াজ তোলেন তারা।

পাবনা জেলার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। সাধারণ মানুষের মতো এই ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাবিলা নূর, জয়া আহসানরা।

অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’

তার এই পোস্টে অনেকেই জয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। একইসঙ্গে প্রাণী নির্যাতন আইনের কার্যকারিতা আরও কঠোর করার দাবি তুলছেন।

অভিনেত্রী সাবিলা নূরও এ ঘটনায় প্রাণীকুল এর একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন। এর ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, ‘এটা হৃদয়বিদারক। এই নিষ্ঠুরতা অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত।’

এদিকে এক পোস্টে অভিনেতা নিলয় লেখেন, ‘ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। একটাবার চিন্তা করে দেখুন তো, বস্তার ভেতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে।’

নিলয় আরও লেখেন, ‘এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব্যথা শুরু হবে, হয়তো মা কুকুরটাও মারা যাবে বুকের দুধ কোনো বাচ্চাকে খাওয়াতে না পেরে। এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’

নিলয়ের এই পোস্টে মন্তব্য করেছেন ভক্ত থেকে তারকারা। পোস্টের মন্তব্যে অভিনেতা তৌসিফ মাহবুব লেখেন, ‘সকালে নিউজটা দেখার পর থেকে এখনো স্বাভাবিক হতে পারছি না।’ অভিনেত্রী তানিয়া বৃষ্টিসহ একাধিক তারকা পোস্টে শেয়ার করে ‘খুনির সর্বোচ্চ শাস্তি’ দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS