বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে। তার ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
এর আগে রোববারও পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানিয়েছিলেন। তিনি বলেন, যদি কেউ দেশে ফিরতে চান, আর তার যদি পাসপোর্ট না থাকে, তাহলে তার জন্য ট্রাভেল পাস মূলত একবারের জন্য ইস্যু করা হয়। এটা একদিনের মধ্যেই ইস্যু করা যায়। এটার জন্য সময় লাগে না।
পররাষ্ট্র উপদেষ্টা আজ আরও জানান, বিএনপির চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিৎিসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
অন্তর্বর্তী সরকারও এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে উপদেষ্টা পরিষদে দোয়া ও প্রার্থনা করা হয়। জাতির কাছেও তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে পরিষদ।