নায়কের সঙ্গে বিচ্ছেদ, এবার নির্মাতাকে বিয়ে করলেন সামান্থা

নায়কের সঙ্গে বিচ্ছেদ, এবার নির্মাতাকে বিয়ে করলেন সামান্থা

কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সত্যিই বিয়ে সারলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পাত্র পরিচালক রাজ নিদিমরু। শোনা যাচ্ছে, সোমবার (১ ডিসেম্বর) সকালেই ঈশা যোগ সেন্টারের লিং ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সামান্থা-রাজ।

২০২১ সালে অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। এরপর দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা কাটিয়ে নতুন জীবনে পা রাখলেন তিনি। 

শোনা যাচ্ছে হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে হয়েছে তাদের। আয়োজনে ছিল না আড়ম্বর। ছিমছাম ভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে সামান্থা-রাজের। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, উপস্থিত ছিলেন মোটে ৩০ জন অতিথি।

২০১৭ সালে গোয়ায় এলাহি আয়োজনে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা আলাদা পোশাক। তবে এবার হাতেগোনা আত্মীয়-পরিজনদের নিয়ে বিয়ে সেরেছেন তিনি।

শোনা যাচ্ছে, বিয়েতে লাল শাড়িতে সাজেন সামান্থা। রাজের পরনে ছিল দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাক। বিয়ের জন্য যে মন্দির বাছেন তারা, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে। প্রথমবার বিবাহবিচ্ছেদের পর থেকে ওই সংস্থায় যাতায়াত বাড়ে সমান্থার। এবার সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরেই নাগা বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে। তারপর থেকে সামান্থা ও রাজের সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে। কখনও একসঙ্গে তারা তিরুপতির মন্দিরে, কখনও আবার বিমানে রাজের কাঁধে মাথা রাখার ছবি প্রকাশ্যে এনেছেন সামান্থা নিজেই। তবে বিয়ে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেননি সামান্থা বা রাজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS