বিদেশের মেলায় আলীরাজের জাদুতে মুগ্ধ দর্শক

বিদেশের মেলায় আলীরাজের জাদুতে মুগ্ধ দর্শক

দেশের জাদুশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এক ধাপ এগিয়ে নিতে আবারও সফল হলেন ম্যাজিক আইকন আলীরাজ। বিদেশি মঞ্চে আধুনিক জাদুর নান্দনিক উপস্থাপনার মাধ্যমে তিনি শুধু দর্শকদের মুগ্ধ করেননি বরং দেশের সুনাম ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

থাইল্যান্ডের ব্যাংককে ইমপ্যাক্ট এক্সিবেশন অ্যান্ড কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিশু বিনোদন মেলা। সেখানে নতুন চমক নিয়ে হাজির হন বাংলাদেশের আলীরাজ।

জানা গেছে, শিশুপার্ক ও চিত্তবিনোদন প্রযুক্তির বিশাল এই আয়োজনে প্রথমবারের মতো যুক্ত করা হয় জাদুশিল্পের সরাসরি প্রদর্শনী। আর সেই প্রথম আয়োজনেই কেন্দ্রে ছিলেন আলীরাজ।

মেলার ফরেন ট্রেড শো-এ বাণিজ্যিক জাদু প্রদর্শনের জন্য একমাত্র শিল্পী হিসেবে বিশেষ আমন্ত্রণ পান তিনি। প্রতিদিন ৩০ মিনিটের দুটি শোতে আলীরাজ তুলে ধরেন তার অভিনব ম্যাজিক পারফরম্যান্স; যা পুরো এক্সপো জোনে সৃষ্টি করে আলাদা উত্তেজনা। প্রতিটি প্রদর্শনী শেষে দর্শকদের দাঁড়িয়ে করতালি এবং প্রশংসা জানানোর দৃশ্য ছিল অভূতপূর্ব।

এদিকে বিশ্ব বিনোদন শিল্পের মর্যাদাপূর্ণ আয়োজন থাইল্যান্ড অ্যামুসমেন্ট অ্যান্য এট্যাকশন পার্ক এক্সপো- ২০২৫ এ আলীরাজের সর্বাধুনিক জাদু পরিবেশনা নতুন মাত্রা যোগ করে। চোখধাঁধানো তার প্রদর্শনী বিদেশি দর্শকদের মন জয় করে নেয় মুহূর্তেই এবং অনুষ্ঠানের অন্যতম আলোচিত আকর্ষণ হিসেবে স্থান পায়।

আলীরাজের ভাষায়, দেশের সাংস্কৃতিক পরিচিতি বিশ্বে ছড়িয়ে দিতে জাদুশিল্প একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। উপযুক্ত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের জাদুশিল্প আন্তর্জাতিকভাবে আরও বিস্তৃত পরিসরে পরিচিত হবে।

জাদুশিল্পী আলীরাজ দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাদুর পতাকা বিশ্বে তুলে ধরছেন। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, রাশিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, দুবাই, সিঙ্গাপুর, কোরিয়া, চীনসহ নানা দেশের মঞ্চে অসংখ্যবার অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS