টিজার মুক্তির পর থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। এবার আইনি জটিলতায় আদিত্য ধর পরিচালিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। যে সিনেমার বিভিন্ন ঝলক প্রকাশ্যে আসার পরে শোনা গিয়েছিল মেজর রোহিত শর্মার জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি।
তবে পরিবারের পক্ষ থেকে সিনেমা তৈরির ব্যাপারে কোনও রকম অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। এবার আদালতের দ্বারস্থ মোহিত শর্মার বাবা-মা। সিনেমা যাতে মুক্তি না পায়, তাই দিল্লি হাইকোর্টের কাছে আবেদন করেছেন তারা।
যদিও এই সিনেমার সঙ্গে মেজর মোহিতের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন পরিচালক। তবে মোহিতের পরিবারের দাবি- তাদের ছেলের জীবনের উপর এই সিনেমা তৈরি করা হলেও কোনও অনুমতি নেওয়া হয়নি। এমনকী রণবীরকে মেজর মোহিত শর্মার চরিত্রে দেখা যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পরিচালক আদিত্য ধর সম্প্রতি এ প্রসঙ্গে জানিয়েছিলেন, রণবীরের চরিত্রের সঙ্গে মোহিতের কোনও মিল নেই। মেজর মোহিত শর্মার জীবন থেকে ‘ধুরন্ধর’ মোটেই উদ্বুদ্ধ নয়। ভবিষ্যতে যদি কখনও ওর বায়োপিক তৈরি করি, তাহলে নিশ্চয়ই পরিবারের থেকে অনুমতি নিয়েই করব। আর এমন ভাবেই সেই সিনেমা বানাব, যাতে ওর ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে পারি আমাদের ছবির মাধ্যমে।
প্রসঙ্গত, ভারতের গুপ্তচর হিসাবে অভিযান চালিয়েছিলেন মোহিত শর্মা। ২০০০ সালের প্রথম দিকে মোহিত পাকিস্তানে গিয়েছিলেন ইফতিকার ভট্ট নামে পরিচয় নিয়ে। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর সিং অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা‘ধুরন্ধর’। প্রশ্ন উঠছে, তবে কি আইনি জটিলতায় পিছিয়ে যেতে পারে সিনেমা মুক্তি?