কারো হৃদয়ভাঙা পছন্দ নয়, ঘৃণা করেন ইধিকা!

কারো হৃদয়ভাঙা পছন্দ নয়, ঘৃণা করেন ইধিকা!

ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এই অভিনেত্রী কার সঙ্গে প্রেম করছেন অথবা কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে জল্পনা শেষ নেই ভক্তদের। ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা তার প্রেমজীবন নিয়ে কথা বলেছেন।  

আলাপচারিতায় ইধিকার কাছে জানতে চাওয়া হয়, কখনো মন ভেঙেছিল কি না? জবাবে এ অভিনেত্রী বলেন, হ্যাঁ। ভেঙেছিল।

পরিস্থিতি কীভাবে সামলেছিলেন? সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ইধিকা পাল বলেন, কারো হৃদয়ভাঙা আমার একদম পছন্দ নয়। সবাই বলে এটা থেকে অনেক কিছু শেখা যায়। কিন্তু আমি এটা চাই না; এটাকে ঘৃণা করি।

এটা কী কলেজ জীবনে ঘটেছিলে? ইধিকা বলেন, হ্যাঁ, কলেজ লাইফে হৃদয় ভেঙেছিল। পছন্দ না করলেও কিছু করার নেই। সবসময় সঠিক মানুষের সঙ্গে থাকা সম্ভব নয়। সবসময় সঠিক মানুষটাকে বেছে নিতে পারব সেটাও সম্ভব না। আবার সবসময় এটাও সঠিক নয় যে, উল্টো দিকের মানুষটা খারাপ। সে হয়তো তার জায়গায় ঠিক, আমি হয়তো আমার জায়গায় ঠিক। কিন্তু দুজন একসঙ্গে ঠিক না। দুজন ভালো মানুষও একসঙ্গে নাই থাকতে পারেন।

ইধিকা আরও বলেন, যাইহোক, তখনকার পরিস্থিতি তখনকার মতো সামলেছিলাম। আমার কিছু বন্ধু-বান্ধব আছে, যারা সবসময় আমার পাশে থাকে। কখনো দুঃখ হলে তাদের ডাকি, তারা আমার হিউম্যান ডক্টর আরকি! তাদের সাথে আইসক্রিম খাই, ঠিক হয়ে যায়।

অল্প বয়সে প্রেম করে হৃদয় ভাঙলেও সম্পর্কে এখনো বিশ্বাস করেন ইধিকা। সম্পর্কের ভিত্তি বলতে তিনটি বিষয়কে বুঝেন এই অভিনেত্রী। তার ভাষায়, সম্পর্কের ভিত্তি হলো- সম্মান, বিশ্বাস, ভালোবাসা।

বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেন ইধিকা পাল। তার মতে, এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই প্রচুর দায়িত্ব, তাই এখন বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আগামী ১০ বছরে অনেক অনেক কাজ করতে চাই। একজন ভীষণ ব্যস্ত অভিনেত্রী হতে চাই, যার সারাটা বছর কাজ নিয়ে কেটে যাবে। এখন আমার মূল উদ্দেশ্য নিজের কাজে ফোকাস করা। এছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে এখন চিন্তা করার সময় নেই।

কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল ২০২৩ সালে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে প্রথম আলোচনায় আসেন। এরপর ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখান। বর্তমানে সেখানকার ব্যস্ত অভিনেত্রী ইধিকা। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS