জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির নেতা-কর্মীরাই বেশি শহীদ হয়েছেন: নজরুল ইসলাম খান

জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির নেতা-কর্মীরাই বেশি শহীদ হয়েছেন: নজরুল ইসলাম খান

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি এবং দলের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরাই বেশি সংখ্যক শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার অভিযোগ, আন্দোলনে বিএনপির ব্যাপক ভূমিকা থাকার পরও কিছু অংশের বক্তব্যে মনে হয় যেন তারাই পুরো আন্দোলন পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলনে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ’৯০–র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনে কারা বেশি অংশগ্রহণ করেছে, সে অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না? কিন্তু আমাদের কিছু কিছু সংগঠনের, কিছু লোকের কথায় মনে হয়, তারাই সব করেছে। কথার ভেতরে মনে হয় তারাই সব করেছে আর কী। ভাই ভেতরে ভেতরে করেছেন কিন্তু বাইরে আসার সাহস পাননি কেন?

জুলাই গণ–অভ্যুত্থানে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, এসব অপচেষ্টা মোকাবিলা করতে হবে।

বিএনপির দীর্ঘ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে সেই অভিজ্ঞতা জনকল্যাণে কাজে লাগানো হবে। পাশাপাশি অতীতের ভুল থেকে নেওয়া শিক্ষাও প্রতিফলিত করা হবে।

তিনি আরও বলেন, আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু তা সফল হয়নি। একবার ভাবুন, এরশাদের বিরুদ্ধে আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী, সেই সময়ে জাতির সঙ্গে বেইমানি করে দুটি রাজনৈতিক দল—আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী—এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS