বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্নমত পোষণকারীদের শত্রু হিসেবে দেখা এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো থেকে সকলের বিরত থাকা উচিত। তিনি বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে হলে গণমাধ্যমের স্বাধীনতাকে মূল্য দিতে হবে এবং ভিন্ন মতকে সম্মান করতে হবে।
শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, পুরো জাতি এখন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যার মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব। তবে গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে হলে গণমাধ্যমের স্বাধীনতাকে মূল্য দিতে হবে।
তিনি আরও আক্ষেপ করে বলেন, গণতন্ত্রে হয়তো সব বিষয়ে ঐক্য হবে না, কিন্তু মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় এবং মিথ্যা অপপ্রচার চালানো হয়। আমাদের সকলেরই উচিত এইসব বিষয় থেকে বিরত থাকা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক মাধ্যমে অপপ্রচারের সমালোচনা করে বলেন, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে যেভাবে অপপ্রচার চালানো হয়, তা গণতন্ত্রকে শক্তিশালী করে না বরং নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টি করে।
তিনি বলেন, বিএনপি একটি প্রমাণিত রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বন্ধ থাকা পত্রিকাগুলো চালু করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং পরবর্তী সময়ে খালেদা জিয়াও গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা যা করা প্রয়োজন তা করেছিলেন।
সাংবাদিকদের লেজুড়বৃত্তি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাকরিসহ অন্যান্য ক্ষেত্রে নিজের অধিকারকে শক্তিশালী করতে হলে আপনার ইউনিয়নকে শক্তিশালী করতে হবে। কোনো দলের লেজুড়বৃত্তি না করে আপনাদের নিজেদেরকে শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং মহাসচিব কাদের গনি চৌধুরী ।