পুলিশ কমিশন-এনজিও আইন তড়িঘড়ি করে পাস করা সমীচীন হবে না: মির্জা ফখরুল

পুলিশ কমিশন-এনজিও আইন তড়িঘড়ি করে পাস করা সমীচীন হবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে তাড়াহুড়ো করে সংশোধিত ‘পুলিশ কমিশন আইন’ এবং ‘এনজিও সংক্রান্ত আইন’ পাস করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বস্ত সুত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাস করাতে চাইছে। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন এবং অন্যটি এনজিও সংক্রান্ত আইন।

তিনি বলেন, নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচিন হবে না।

তিনি বলেন, উপরোক্ত বিষয়গুলো নিয়ে আইন প্রণয়নের সঠিক স্থান হলো পরবর্তী জাতীয় সংসদ।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS