ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবিতে শাহবাগে ভোলাবাসী

ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবিতে শাহবাগে ভোলাবাসী

ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকায় বসবাসরত ভোলাবাসী। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তারা শাহবাগ মোড়ে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয়ে সেতু নির্মাণের দাবি জানান।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১) ভোলা–বরিশাল সেতু নির্মাণ
২) ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন
৩) পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ
৪) গ্যাস সংযোগ প্রদান
৫) শিল্প ও অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য দাবি

আন্দোলনকারীরা বলেন, “আমাদের প্রধান দাবি ভোলা–বরিশাল সেতু নির্মাণ। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলার প্রতিটা মানুষ এই দাবি সমর্থন করে।”

তারা আরও জানান, কয়েক দিন ধরে শাহবাগে কর্মসূচি চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত পদক্ষেপ না পাওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। 

এদিনের কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনকারীদের মতে, সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। এতে কর্মসংস্থান বাড়বে, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমবে এবং ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে। পাশাপাশি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্প উন্নয়নে সরকারি উদ্যোগ ভোলার সামগ্রিক উন্নয়নকে আরও এগিয়ে নেবে।

কর্মসূচিতে অংশ নেওয়া ভোলাবাসী নানা ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগ এলাকা প্রকম্পিত করে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS