রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের নির্বাপন করতে ধাপে ধাপে ১৯টি ইউনিট কাজ করতে হয়। সেই কড়াইল বস্তির আগুন লাগার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেল এর কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) কড়াইল বস্তিতে সন্ধ্যার পরে লাগা আগুন সম্পূর্ণ নিরাপন করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। ১৯টি ইউনিট কাজ করে রাত সাড়ে ৯টায় সময় আগুন সম্পূর্ণ নিরাপন করা হয়। এ আগুনে শতশত ঘর পুড়ে যায়। আগুনের সূত্রপাত ও বিভিন্ন কারণ অনুসন্ধান করে বের করার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।