শ্মশানে অ্যাম্বুলেন্স সঙ্গে পরিবারের সদস্যরা, মারা গেছেন ধর্মেন্দ্র?

শ্মশানে অ্যাম্বুলেন্স সঙ্গে পরিবারের সদস্যরা, মারা গেছেন ধর্মেন্দ্র?

গেল ১১ নভেম্বর বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ ঘিরে তোলপাড় হয়েছিল সামাজিকমাধ্যমে। তবে ফিরে এসেছিলেন তিনি। সবার প্রার্থনায় আবারও বাড়ি ফিরেছিলেন অভিনেতা। তবে গোটা পরিবার সেই জল্পনায় ক্ষুব্ধ হয়েছিলেন।

তবে দুই সপ্তাহ কাটতে না কাটতেই আবারও অভিনেতার স্বাস্থ্য ঘিরে জল্পনা শুরু। কারণ সোমবার আচমকাই সকাল থেকে পরিবারের ব্যস্ততা তুঙ্গে।

ধর্মেন্দ্র বাড়িতে একের পর এক বলিউড অভিনেতার আনাগোনা শুরু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নিরাপত্তা। তবে সেই ছবি শুধু বাড়িতেই নয়, শ্মশানেও একই। আর তাতেই বাড়ে উৎকণ্ঠা। পুরো পরিবার ভিলে পার্লে শ্মশান ঘাটে পৌঁছে যায়। সঙ্গে একটি অ্যাম্বুল্যান্স। তাতেই রয়েছে ধর্মেন্দ্রর মরদেহ? প্রশ্ন উঠছে সামাজিকমাধ্যমে।

নিরাপত্তা অল্প দেখে শ্মশান চত্বরে বাড়তে থাকে ভিড়। আবার সেখানেও পৌঁছাতে থাকেন বলিউডের বেশ কিছু তারকারা। আমির খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনসহ আরও অনেকে। তবে কি সত্যি আরধর্মেন্দ্র নেই? কেনই বা পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হচ্ছে না প্রশ্ন বিভিন্ন মহলের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS