বাউল আবুল সরকারকে গ্রেপ্তার মানে আমাকেই গ্রেপ্তার: ফরহাদ মজহার

বাউল আবুল সরকারকে গ্রেপ্তার মানে আমাকেই গ্রেপ্তার: ফরহাদ মজহার

রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, বাউল আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনে প্রথম থেকেই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া মানে, আমাকে আপনারা গ্রেপ্তার করেছেন। আমি এটা মেনে নেবো না।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদের উদ্যোগে আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে, এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। 

সমাবেশে আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর সাম্প্রতিক বর্বর হামলার তীব্র নিন্দা জানানো হয়।

ফরহাদ মজহার আরও বলেন, ৫ আগস্টের পর থেকে এদেশে এক নতুন ধরনের ধর্মীয় ফ্যাসিজম মাথাখড়ি তুলেছে। মাজার ভাঙা দিয়ে শুরু, এখন বাউল-ফকিরদের ওপর হামলা, গ্রেপ্তার। আগে যে ফ্যাসিবাদ ছিল সে নিজেকে সেক্যুলার ও জাতীয়তাবাদী বলতো। এখন যেটা দেখছি সেটা ধর্মের নামে ফ্যাসিজম। দুটোই জনগণের শত্রু।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যখন লালন শাহকে জাতীয় মর্যাদা দিয়েছিলেন, তখন আমরা আপনাদের সমর্থন দিয়ে পাশে ছিলাম, অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু আজ আবুল সরকারকে গ্রেপ্তার করে সেই কৃতিত্ব নিজেরাই কলঙ্কিত করলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আমার বন্ধু মানুষ। তিনি নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন আবুল সরকারকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হচ্ছে। আমি বলেছিলাম— নিরাপত্তার কারণ থাকলে হেফাজতে নিন, কিন্তু মামলা দেবেন না। আজ দেখছি কথা রাখা হয়নি। এর পেছনে লুটেরা মাফিয়া শ্রেণি ও প্রশাসনের একটি অংশের হাত আছে।

তিনি আরও বলেন, যারা মনে করেন যে, প্রশাসনকে নির্বাচনের সময় তাদের অধীনে থাকতে হবে। এটাকে যারা গণতন্ত্র বলেন এবং সেই গণতন্ত্রের নমুনা দেখানোর জন্য প্রশাসনকে দিয়ে আবুল সরকারের বিরুদ্ধে মামলা দিয়েছেন, আমরা আপনাদের চিনে ফেলেছি।

দেশের সব দরবার, খানকাহ, আখড়া, সুফি-দরবেশ, বাউল-ফকিরের প্রতি আহ্বান জানিয়ে ফরহাদ মজহার বলেন, আমাদের আর বিভক্ত থাকলে চলবে না। অচিরেই একটি মহাসম্মেলন ডাকা হবে। প্রথমে শহীদ মিনারে দিন-রাত অবস্থান, পরে মানিকগঞ্জে মহাসম্মেলন। যতক্ষণ আবুল সরকার মুক্ত না হবেন, এ আন্দোলন থামবে না।

সমাবেশ শেষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS