কোন খবরে নেই কেন মোনালি?

কোন খবরে নেই কেন মোনালি?

একটা সময় বলিউডের বিভিন্ন সিনেমা থেকে লাইভ কনসার্টের মঞ্চ মাতিয়ে রাখতেন বাঙালি মেয়ে মোনালি ঠাকুর। একটা সময় পরে সব জায়গা থেকেই দূরত্ব বেড়েছে তার।

বেশ কয়েকমাস আগে তার এক মন খারাপের পোষ্ট উসকে দিয়েছিল জল্পনা। সেই পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন যে, তাহলে কি বিবাহিত ও ব্যক্তিগত জীবনে সুখী নন গায়িকা?

তবে সেই সময় ওই জল্পনা নিয়ে কোনও বাক্য ব্যয় করেননি মোনালি। বহুদিন পর এবার সামাজিকমাধ্যমে নিজের অনুরাগীদের সঙ্গে মনের কথা ভাগ করে নিলেন মোনালি।

জানালেন কেন এতদিন সবার থেকে দূরে ছিলেন তিনি। মোনালি বলেন, পূজার আগে থেকেই ভীষণ অসুস্থ আমি। একটার পর একটা শারীরিক সমস্যা যেন আমার পিছু ছাড়ছে না। দাঁতে হঠাৎই একটা সমস্যা দেখা দেয়। তার ফলে দাঁতে অস্ত্রোপচার করতে হয়েছিল।

যোগ করে এই গায়িকা বলেন, ওই সময় আমাকে কেউ দেখলে সে অবাক হয়ে যেত, আমার মুখ এতটাই ফুলে গিয়েছিল তখন। এটা শেষ হতেই মারাত্মক জ্বর হয়। এখন একটু ভালো আছি। এটা ভেবে ভালো লাগে যে, আপনারা আমার খেয়াল রেখেছেন। আমি সবাইকে তাই ধন্যবাদ জানাতে চাই।

মোনালি আরও বলেন, এত বছর ধরে গানবাজনার সঙ্গে যুক্ত রয়েছি। অনেক ছোট থেকে কাজ করছি। তাই এতটা কম বয়স থেকে কাজের চাপ নিয়েছি যে এখন একটু অসুবিধাই হচ্ছে। এখন ছুটি কাটাচ্ছি। সঙ্গে নতুন কাজের পরিকল্পনাও করছি। সবটা মিলিয়েই মনে হল যে, তোমাদের সঙ্গে একটু আলোচনা করি।

নতুন কাজের বিষয়ে জানিয়ে মোনালী বলেন, আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নতুন গান নিয়ে আসব ঠিক করেছি। আর নিয়মিত সামাজিকমাধ্যমেও আসব।

দীর্ঘদিন ধরেই ভারতের বাইরে থাকেন মোনালি। গোপনে সেখানে বিয়েও সেরেছিলেন গায়িকা। তার সেই বিয়ে নিয়েও অনেক জল্পনা শোনা যায়। অনেকের মনেই প্রশ্ন মোনালির সেই বিয়ে আদৌ টিকে আছে কিনা। যদিও এই নিয়ে কখনও মুখ খোলেননি মোনালি। নিজের ব্যক্তিগত জীবনকে রেখেছেন আড়ালেই গায়িকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS