বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা

বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ ‘দঙ্গল’ সিনেমার সময়েই মৃগী রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। একবার বিমানযাত্রার সময় মাঝ-আকাশে খিঁচুনি ধরে তার শরীরে। মাঝের কিছুটা ভালো ছিলেন। এবার নতুন এক রোগের কথা জানালেন ফাতিমা।

‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে বলিউডে নজর কাড়েন ফাতিমা। একাধিক সিনেমা ও কয়েকটি সিরিজেও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। ‘দঙ্গল’র পর থেকেই চর্চা শুরু হয় তার ও আমির খানের সম্পর্ক নিয়ে। কিরণ ও আমিরের বিবাহবিচ্ছেদের কারণ হিসাবে অনেকেই আঙুল তোলেন ফাতিমার দিকে।

শোনা যায়, ‘দঙ্গল’ সিনেমার সেটেই নাকি একে অপরের কাছে আসেন তারা। শুটিং চলাকালীন ফাতিমা আচমকা অসুস্থ হয়ে পড়তেন। আদতে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু অভিনেত্রী মেনে নিতে পারেননি, তার কোনও স্নায়বিক রোগ থাকতে পারে। প্রথম প্রথম এতটাই ভয় পান যে ওষুধ পর্যন্ত খেতেন না।

এবার ফাতিমা জানালেন, তিনি ‘বুলিমিয়া’ রোগে আক্রান্ত। যার ফলে দিনে প্রায় ২৫০০ ক্যালরির খাবার খান। এককথায় নিজের খাওয়া-দাওয়ার উপর কোনও লাগাম থাকে না তার। অভিনেত্রী নাকি লাগামছাড়া খাওয়া-দাওয়া করছেন গত এক বছর ধরে।

ফাতিমার কথায়, আমার সঙ্গে খাবারের সম্পর্কটা ভীষণ ‘টক্সিক’। আমি খেয়েই চলেছি। কোনও লাগাম ছাড়াই খাচ্ছি। তারপর আবার মন খারাপ হচ্ছে। আমি এত বেশি কেন খেলাম। একটা সময় বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম। কারণ বেরোলেই খেতাম শুধু।

ফাতিমার এই রোগের লক্ষণ প্রথম ধরতে পারেন সান্য মলহোত্র। ফাতিমার ‘দঙ্গল’ সিনেমার সহ-অভিনেত্রী। ফাতিমা জানান, সান্য বলাতেই অভিনেত্রী লজ্জিত বোধ করেন। এখন নাকি অপরাধবোধে ভুগে খানিকটা কম খাচ্ছেন। এ ছাড়াও নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেও কম খাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS