ঐতিহাসিক রায় নিয়ে জনমনে কোনো আতঙ্ক দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঐতিহাসিক রায় নিয়ে জনমনে কোনো আতঙ্ক দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার ঐতিহাসিক রায় নিয়ে জনমনে কোনো আতঙ্ক দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রায়কে ঘিরে আতঙ্কে ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই তো এদিক-ওদিক ঘোরাফেরা করছে। আমি তো কোথাও কোনো আতঙ্ক দেখছি না।

সড়কে মানুষ আতঙ্কে আছে, জানতে চাইলে সাংবাদিককে তিনি বলেন, আপনি-আমি দু’জনেই ভেতরে ছিলাম, সড়ক তো আমরা দেখিইনি। আর সড়কেও কোনো আতঙ্কা নেই। আমি তো সড়ক দিয়েই এসেছি।

তিনি বলেন, ছোটখাটো দুই একটি ঘটনা যে ঘটছে। বরিশাল থেকে আসার সময় মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ—এই অপেক্ষাকৃত কঠিন জেলাগুলোতেও বড় ধরনের কোনো কিছু ঘটেনি। অনেক সময় করাত দিয়ে গাছ কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়, যা ফালাইতে বেশি সময় না লাগলেও হাইওয়ে টাইপের রাস্তা থেকে সরাতে অনেক সময় লাগে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদারীপুর ও ভাঙ্গায় দুটি বড় ধরনের রাজনৈতিক পার্টির শোডাউন হতে দেখেছেন। অনেক জায়গায় ককটেল ফাটানোর মতো ছোটখাটো ঘটনা ঘটছে, কিন্তু যারা এসব করছে, তারা গণমাধ্যমের সহযোগিতায় ধরা পড়ছে, যার জন্য তিনি ধন্যবাদ জানান।

বিক্ষোভকারী ছাত্র-জনতা কর্তৃক পুলিশকে মারধর এবং সেনাবাহিনী সদস্য আহত হওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ/সেনাবাহিনীর সদস্যরা আহত হয়েছেন এবং তারা প্রতিহত করছে। এসময় গণমাধ্যমকে অনুরোধ করেন যেন তারা তরুণদের (ছেলে-মেয়েদের) এসব কাজ থেকে বিরত থাকতে পরামর্শ দেয়, কারণ তারা স্কুল-কলেজে আছে এবং তাদের এসব করার দরকার নেই। 

মানবতাবিরোধী অপরাধে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রত্যাবর্তনের জন্য ইতোমধ্যেই লেখা হয়েছে এবং এই প্রচেষ্টা ধারাবাহিকভাবে (কন্টিনিউয়াস) চলতে থাকবে। 

রায় ও ফাঁসির পরে নতুন করে কোনো চিঠি দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, যদি দরকার পড়ে, তবে অবশ্যই আবারও চিঠি দেওয়া হবে।

পার্শ্ববর্তী দেশের থেকে আসা উস্কানিমূলক বক্তব্য এবং মিথ্যা সংবাদ মোকাবিলা করার ক্ষেত্রে সরকার কি উদ্যোগ নেবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে বড় কাজ করতে পারে। তিনি গণমাধ্যমকে সত্যি সংবাদ প্রকাশ করার আহ্বান জানান, যা মিথ্যা বক্তব্যকে স্বয়ংক্রিয়ভাবে দুর্বল করে দেবে।

দেখা মাত্রই গুলির নির্দেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখামাত্রই গুলি না। এখানে হলো কী, এটা সেলফ ডিফেন্সের জন্য আপনারা হাতিয়ারের পারমিশন নেন না। ওটা তো শিকারের জন্য নেননি। গিয়েও যদি করেন শিকার, কিন্তু নেন আপনাদের ডিফেন্সের জন্য।

গণমাধ্যমে আসা সিএনপি কমিশনারের ‘সন্দেহভাজনকে গুলি করা হবে’ এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ বলেন, যে এটি কোনো দেখে গুলি নয় বরং এটি সেলফ ডিফেন্স বিষয়। যেমনভাবে ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্রের অনুমতি নেওয়া হয়, তেমনি আত্মরক্ষার জন্য প্রত্যেক নাগরিকেরই এই অধিকার আছে। যদি কেউ কাউকে মারতে বা হত্যা করতে আসে, তবে আক্রমণকারীকে নিহত করার অধিকার সব দেশের সর্বত্র সর্বকালের।

সোমবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার অপর দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS