‘টেস্ট অব চেরি’ অভিনেতা হোমায়ুন এরশাদি মারা গেছেন

‘টেস্ট অব চেরি’ অভিনেতা হোমায়ুন এরশাদি মারা গেছেন

‘টেস্ট অব চেরি’ সিনেমায় বাদী চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা হোমায়ুন এরশাদি মারা গেছেন। ৭৮ বছর বয়সী এ অভিনেতা দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (১১ নভেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘টেস্ট অব চেরি’খ্যাত এই তারকা। 

১৯৪৭ সালের ২৬ মার্চ ইরানের ইস্পাহানে জন্মগ্রহণ করেন এরশাদি। ইতালির ভেনিসে স্থাপত্য নিয়ে পড়াশোনা করেন। ইরানে ফিরে পেশাদার স্থপতি হিসেবে কাজ করতে থাকেন। ১৯৭৯ সালে পরিবার নিয়ে কানাডার ভ্যাঙ্কুভারে পাড়ি জমান। সেখানে একটি স্থাপত্য প্রতিষ্ঠানে প্রায় এক দশকের বেশি সময় কাজ করেছেন। পরে ইরানে ফেরেন তিনি। 

১৯৯৭ সালে ইরানি নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির ‘টেস্ট অব চেরি’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এরশাদির। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেন তিনি। 

কাকতালীয়ভাবে সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পান এরশাদি। যানজটের মধ্যে তেহরানের রাস্তায় গাড়িতে বসেছিলেন তিনি। তাকে দেখে এগিয়ে গিয়ে আব্বাস কিয়ারোস্তামি বলেন, আমি একটা সিনেমা বানাতে চাই, আপনি অভিনয় করবেন?

১৯৯৭ সালে মুক্তি পায় ‘টেস্ট অব চেরি’ সিনেমা। এটি এরশাদিকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। সিনেমাটিতে দেখা যায়, বাদি চরিত্রটি আত্মহত্যা করার পরিকল্পনা করেছে। তার ইচ্ছা, তাকে যেন একটি চেরিগাছের নিচে সমাহিত করা হয়। তাকে সমাহিত করবেন—এমন মানুষকে খুঁজতে থাকেন তিনি। 

১৯৯৭ সালে কানে ‘টেস্ট অব চেরি’ স্বর্ণপাম জিতেছিল। আব্বাস কিয়ারোস্তামি বরাবরই অপেশাদার অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করেন। ফলে তার সিনেমার বেশির ভাগ শিল্পীকে অভিনয়ে নিয়মিত দেখা যায় না। তবে এরশাদি নিয়মিত কাজ করেছেন। এরশাদি অভিনীত ‘কাইট রানার’ সিনেমা ২০০৭ সালে মুক্তি পায়। 

মার্ক ফরস্টার নির্মিত এই সিনেমা এরশাদিকে বিশ্বব্যাপী আরও খ্যাতি এনে দেয়। তিন দশকের ক্যারিয়ারে ৯০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন এই তারকা।

সূত্র: তেহরান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS