আনসারের মহাপরিচালকের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আনসারের মহাপরিচালকের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং তুরস্ক দূতাবাসের সিকিউরিটি কনস্যুলার কর্নেল বোরাত তাসদেলেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাক্ষাৎকালে তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং তুরস্কের জেন্ডারমারি ফোর্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উভয় পক্ষ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ টিকা কার্যক্রমের আওতায় সম্ভাবনার গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিষয়ে আলোচনা করেন। বিশেষত বাংলাদেশ আনসার ও ভিডিপি কর্তৃক দক্ষ জনশক্তি প্রশিক্ষণ এবং সজ্ঞীবন প্রকল্পের আওতায় উদ্যোক্তা তৈরির মাধ্যমে বাহিনীর সদস্যদের জীবিকার উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রদূত গভীর আগ্রহ প্রকাশ করেন। এ সৌজন্য সাক্ষাতের ফলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ও প্রশিক্ষণ খাতে এবং উন্নয়ন কেন্দ্রিক ভবিষ্যৎ সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা যায়।

এ সৌজন্য সাক্ষাতে আরওও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ।
আনসার সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে অবগত করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS