জাতীয় ঈদগাহের পাশে ড্রামে মেলা লাশ পুরুষের, মুখমণ্ডলে লম্বা দাড়ি

জাতীয় ঈদগাহের পাশে ড্রামে মেলা লাশ পুরুষের, মুখমণ্ডলে লম্বা দাড়ি

রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতের দুটি ড্রামে মেলা লাশটি একজন পুরুষের। নিহতের মুখে লম্বা দাড়ি রয়েছে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী খণ্ড-বিখণ্ড লাশটি উদ্ধার করেছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর লাশ মেলার বিষয়টি নিশ্চিত করেন। তখন তিনি বলেন, হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে কে বা কার রেখে যাওয়া নীল রঙের ছোট দুটি ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে।

পরে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের সঙ্গে কথা হলে জানা যায়, জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাত থেকে লাশটি মাথাসহ উদ্ধার হয়েছে। অসংখ্য টুকরা অবস্থায় ছিল লাশটি, এখনো সেগুলোর সংখ্যা গণনা করা সম্ভব হয়নি।

ডিসি মাসুদ বলেন, লাশটির মোট কতটি অংশ উদ্ধার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মুখমণ্ডল দেখে বোঝা যাচ্ছে নিহত একজন পুরুষ। তার মুখমণ্ডলে লম্বা দাড়ি আছে।

আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS