জাতীয় ঈদগাহের পাশে ড্রামে পাওয়া খণ্ডিত লাশের পরিচয় মিলেছে

জাতীয় ঈদগাহের পাশে ড্রামে পাওয়া খণ্ডিত লাশের পরিচয় মিলেছে

রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহের পাশে নীল ড্রামে পাওয়া খণ্ড-বিখণ্ড লাশের পরিচয় মিলেছে। এই ব্যক্তি হলেন রংপুরের বদরগঞ্জের বাসিন্দা আশরাফুল হক। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। তবে তিনি কীভাবে খুন হয়েছেন, কারা এই ড্রামে তার খণ্ডিত লাশ ফেলে গেল তা তদন্তে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় ঈদগাহ সংলগ্ন পানির পাম্পের পাশে ফুটপাতের সড়কে নীল রঙের ড্রামে লাশের কয়েকটি খণ্ড পাওয়া যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বাংলানিউজকে বলেন, ফেলে যাওয়া দুটি ড্রাম থেকে খণ্ডিত ও মুখমণ্ডলসহ লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি একজন পুরুষ ব্যক্তির। তার মুখে লম্বা দাঁড়ি আছে।

উপ-কমিশনার বলেন, আঙুলের ছাপের মাধ্যমে তার নাম জানা যায় আশরাফুল হক, বাড়ি রংপুরের বদরগঞ্জে। বাবার নাম আবদুর রশিদ, মায়ের নাম এছরা খাতুন। তবু বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS