দীপিকার উচ্চারণ, কণ্ঠস্বর নিয়ে ঠাট্টা হয়েছে!

দীপিকার উচ্চারণ, কণ্ঠস্বর নিয়ে ঠাট্টা হয়েছে!

বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন তার কণ্ঠস্বর।

মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে থাকছেন দীপিকা। নতুন জার্নি শুরু করে সামাজিকমাধ্যমে সেই খবর নিজেই শেয়ার করে নিয়েছিলেন নায়িকা।

একইসঙ্গে বলিউডে তার বিভিন্ন সাহসী পদক্ষেপ এই মুহূর্তে আলোচনার শীর্ষে। যেন নায়িকার গলা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শুনছেন। কিন্তু একসময়ে বলিউডে তার উচ্চারণ, কণ্ঠস্বর নিয়ে হয়েছে তুমুল ঠাট্টা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন দীপিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এই মুহূর্তে মেটা এ-আইয়ের কণ্ঠস্বর আমি। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে আমি নতুন পথচলা শুরু করেছি। সেই সময় ভীষণভাবে আমার কণ্ঠস্বর, আমার উচ্চারণ নিয়ে ঠাট্টা করা হত।

দীপিকার কথায়, সময়ের সঙ্গে সঙ্গে সব বদলেছে। আমার কাছে এমন একটা সুযোগ এসেছে। আমাকে এই সবটাই অর্জন করতে হয়েছে। এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।

নিজের অভিনয় দক্ষতায় ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন দীপিকা। পাঁচশো কোটির সম্পত্তির মালিক এখন তিনি। পারিশ্রমিকের নিরিখেও অভিনেতাদের সমপরিমাণ অর্থ নেন নায়িকা। এমনকী বলিউডে সবার সমান সুযোগ-সুবিধার জন্যও সোচ্চার হয়েছেন তিনি। 

দীপিকা বলেন, আমার মনে হয় এ-আই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কক্ষণও নিতে পারবে না তা হল মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে যা শুধুমাত্র মানুষের।

নিঃসন্দেহে দীপিকা ক্যারিয়ারে নতুন প্রাপ্তি বেশ উপভোগ করছেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম যাকে এই ভূমিকায় দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS