News Headline :
আমার ফিটনেস খুব কষ্ট করে বানিয়েছি: মারিয়া মিম

আমার ফিটনেস খুব কষ্ট করে বানিয়েছি: মারিয়া মিম

দেশের শোবিজ জগতে নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন মারিয়া মিম। আজকাল বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলে থাকেন আলোচনায়। 

সামাজিকমাধ্যমে তিনি প্রায়ই নানা রূপে নিজের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। যেখানে বৈচিত্র্যময় লুকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় তাকে। দেশীয় শোবিজের এই ফ্যাশনিস্তা কীভাবে নিজেকে ফিট রাখেন সে বিষয়ে এবার জানিয়েছেন। 

সম্প্রতি একটি আয়োজনে লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে হাজির হয়ে সবার নজড়কাড়েন মারিয়া মিম। এসময় তিনি জানান, ওই অনুষ্ঠানে আসার সময় তার ছেলে শাড়িটি পছন্দ করে দিয়েছেন। 

নিজের ফিটনেস নিয়ে মারিয়া মিম বলেন, শরীর ফিট রাখতে ওয়ার্ক আউট করা দরকার। আমার যে ফিটনেস এটা খুব কষ্ট করে বানিয়েছি। প্রতিদিন ওয়ার্ক আউট করা হচ্ছে। আমি অনেক কম খাই, এমন না যে ডায়েট করছি- এটা খাব ওটা খাব না। সবই খাই, বাট কম কম খাই। 

সামাজিকমাধ্যমে ছবি প্রকাশ করার পর নানা ধরনের মন্তব্য দেখা মেলে। সেসব দেখেন কিনা? এ বিষয়ে মারিয়া মিম বলেন, কমেন্ট অনেকে করে বাট সেগুলো সেভাবে দেখা হয় না। সামাজিকমাধ্যমের পোস্টে কে কমেন্ট করছে সেগুলো আমি দেখি না। আমার ম্যানেজার বা এডমিন যারা আছে তারাই এসব হ্যান্ডেল করে। 

অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সূত্রেই বাংলাদেশে থিতু হন স্পেনপ্রবাসী মারিয়া মিম। শুরু করেছিলেন মডেলিং, স্বপ্ন দেখেছিলেন শোবিজে ক্যারিয়ার গড়ার। কিন্তু ব্যক্তিগত জীবনের টানাপড়েনে সে স্বপ্ন বেশি দূর এগোয়নি। সিদ্দিক ও মারিয়া মিমের সংসারে এক পুত্র সন্তান থাকলেও ২০১৯ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। 

এদিকে, আবারও জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন মারিয়া মিম। ছয় বছর আগে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। গেল মে মাসে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের প্রেমের ইঙ্গিত দেন মারিয়া। ভিডিওতে প্রেমিকের মুখ না দেখালেও তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানিয়েছিলেন, তিনি খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। আর প্রেমিককেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। মারিয়া মিমের কথায়, হ্যাঁ, আমি প্রেম করছি। তবে সে মিডিয়ার কেউ না, সাধারণ মানুষ। সামনে আমাদের বিয়ে।

তবে এবার জানালেন, আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না তিনি। যখন করবেন তখন সবাইকে জানিয়েই করবেন। তার বিয়ে করার ইচ্ছে ইতালির লেক কোমোতে গিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS