সরকার আসে-সরকার যায়, কৃষকের ভাগ্যের পরিবর্তন হয় না: বাবুল

সরকার আসে-সরকার যায়, কৃষকের ভাগ্যের পরিবর্তন হয় না: বাবুল

ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, সরকার আসে-সরকার যায়, কৃষকের ভাগ্যের পরিবর্তন হয় না। একজন ছিল দরদী শহীদ জিয়াউর রহমান। দুর্ভিক্ষের দেশ ছিল ১৯৭৩, ৭৪ ও ৭৫ সালে। জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, ধুমকেতুর মতো আসলেন, খাল কাটলেন। ইরি ধানের চারা আনলেন বিদেশ থেকে। সবুজ বিপ্লব করলেন এবং দুর্ভিক্ষ দূর হয়ে গেল। বাংলাদেশ ১৯৮০ সালে চাল রপ্তানি করতে পেরেছিলেন সামান্য হলেও।

শনিবার (০৮ নভেম্বর) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসলে ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। পাঁচ হাজার টাকার বেশি ঋণ মওকুফ করেছিলেন। অথচ আজ ১০ হাজার টাকা ঋণের জন্য কৃষকের কোমর বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হয়। 

সমাবেশ শেষে লুমিনাস গ্রুপের পৃষ্ঠপোষকতায় কৃষকদের মধ্যে সার ও সবজি বীজ বিতরণ করা হয়। সমাবেশে অংশ নেয় সহস্রাধিক কৃষক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS