সিলেটে জজশিপে ৯ মাসে ৬ হাজার ৬০৭ মামলা নিষ্পত্তি

সিলেটে জজশিপে ৯ মাসে ৬ হাজার ৬০৭ মামলা নিষ্পত্তি

সিলেট জজশিপে দেওয়ানি ও ফৌজদারি আদালতে ৯ মাসে মোট ৬ হাজার ৬০৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। দেওয়ানি মামলার নিষ্পত্তির হার ১০৫ শতাংশ এবং ফৌজদারি মামলার নিষ্পত্তির হার ৮২ শতাংশ। এছাড়া ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্তির হার ৬০ শতাংশ এবং খালাসের হার ৪০ শতাংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (৮ নভেম্বর) সিলেট জেলা ও দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হয় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫। এতে সভাপতিত্ব করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী। সম্মেলনে সিলেটের বিচার বিভাগের বার্ষিক কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বিচার বিভাগের বার্ষিক অগ্রগতি পর্যালোচনায় দেখা যায়, দেওয়ানি আদালতে ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৬২৩টি মামলা দায়ের হয়, এর বিপরীতে নিষ্পত্তি হয় ৩ হাজার ৭৭৫টি মামলা। দায়েরের তুলনায় নিষ্পত্তির হার ছিল ১০৫ শতাংশ।

অন্যদিকে, ফৌজদারি আদালতে একই সময়ে ৩ হাজার ৪৭৫টি মামলা দায়ের হয় এবং নিষ্পত্তি হয় ২ হাজার ৮৩২টি মামলা। দায়েরের তুলনায় নিষ্পত্তির হার ছিল ৮২ শতাংশ। এর মধ্যে দণ্ডপ্রাপ্তির হার ৬০ শতাংশ এবং খালাসের হার ৪০ শতাংশ।

এছাড়া সিলেট জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫৪৪টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১১২টি বিরোধে সফলভাবে মীমাংসা চুক্তি সম্পাদিত হয়েছে এবং মধ্যস্থতার মাধ্যমে আদায় করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ লাখ ৯৩ হাজার ১২০ টাকা।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ. ন. ম. ইলিয়াস, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এবং জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS