রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট ক্লোজড

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট ক্লোজড

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্টকে ক্লোজ করা হয়েছে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে (প্রশাসন) সংযুক্ত করা হয়েছে।

মো. আরিফুল ইসলাম নামের সেই সার্জেন্ট ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত ছিলেন।

শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে মো. আরিফুল ইসলামকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

কার্যালয় আদেশে বলা হয়, ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে সেই বিভাগ থেকে ডিএমপি সদরদপ্তরে (প্রশাসন) সংযুক্ত (ক্লোজ) করা হলো।

এর আগে শুক্রবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে গাড়িতে ওঠার সময় তার পা ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS