গানে-অভিনয়ে নয়, কিন্তু থাকছেন তাহসান খান

গানে-অভিনয়ে নয়, কিন্তু থাকছেন তাহসান খান

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। অভিনয় আগেই ছেড়েছেন তিনি, চলতি বছর ঘোষণা দিয়েছেন গান ছেড়ে দেওয়ার। তবে তিনি শোবিজে থেকে যাচ্ছেন।

তিনি ফিরছেন টেলিভিশনের পর্দায়, সঞ্চালক হিসেবে। আসছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’র দ্বিতীয় মৌসুম, আর সেই আয়োজনে সঞ্চালক হিসেবে থাকছেন তাহসান।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান এ বিষয়টি জানান। তারা জানায়, ডিসেম্বরেই শুরু হবে নতুন সিজনের শুটিং। আগের মতো এবারও অনুষ্ঠানটির সঞ্চালক থাকছেন তাহসান খান। নতুন মৌসুমে থাকবে হাসি, মজা, পারিবারিক প্রতিযোগিতা এবং দর্শক-অংশগ্রহণের বাড়তি রঙ। এবারের সিজনে ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনটিভি।

তাহসান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারের সবার একসঙ্গে বসে টেলিভিশন দেখার আনন্দ ফিরিয়ে এনেছে- যেখানে আছে হাসি, তর্ক-বিতর্ক আর ভালোবাসার বন্ধন। নতুন সিজনে আরো বড় পরিসরে সারা দেশের পরিবারগুলোর সঙ্গে সময় কাটানোর অপেক্ষায় আছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম সিজন ব্যাপক সফল হয়েছিল। বিভিন্ন প্ল্যাটফর্মে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ২.৫ কোটির বেশি ইউনিক দর্শক পেয়েছিল অনুষ্ঠানটি। সেই সিজনের সব পর্ব এখনো বঙ্গতে বিনামূল্যে দেখা যাচ্ছে।

নতুন মৌসুমের জন্য এরই মধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সারা দেশের আগ্রহী পরিবারগুলোকে এতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবার নিয়ে মজা করতে চান, চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, কিংবা একসঙ্গে হাসির সময় কাটাতে চান- তাদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতা।

প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অংশ নিয়েছিল ৪৮টি পরিবার, যেখানে প্রতিটি পর্বেই ছিল হাস্যরস, আবেগ ও পারিবারিক খুনসুটি। ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয়েছিল সেই মৌসুমে।

আয়োজকদের আশা, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’র দ্বিতীয় সিজন আগের সফলতাকে ছাড়িয়ে আরো বড় আয়োজন হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS