রাজধানীর ওয়ারী হাটখোলা এলাকার একটি অফিস কক্ষ থেকে সাইদুর রহমান হেলাল (৪৪) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) এ তথ্য পুলিশ জানান।
মঙ্গলবার দিবাগত রাতে হাটখোলা রোডে দেলোয়ার কমপ্লেক্সের ৪র্থ তলায় ‘এমবার সাইন্টিফিক’ নামে এক প্রতিষ্ঠান থেকে লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া খান সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গতকাল রাতে নিজ অফিসে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দেন সাইদুর। তবে ফাঁস দেওয়ার কারণ জানা যায়নি।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতের বড় ভাই মোবারক উল্লাহ বাবর ও অন্যান্যরা জানান, তার বাসা ওয়ারী স্বামীবাগ এলাকায়। আর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। ৩ সন্তানের জনক তিনি। রাত ৮টার দিকে তার প্রতিষ্ঠানের কর্মচারীদের তিনি ছুটি দিয়ে দেন। এর কিছুক্ষণ পরই তিনি সেখানে গলায় ফাঁস দেন বলে খবর পান স্বজনরা। পরবর্তীতে সেখানে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। তবে কি কারণে তিনি ফাঁস দিতে পারেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনরা।