জীবনটা কখন থেমে যাবে কেউ জানি না: চঞ্চল চৌধুরী

জীবনটা কখন থেমে যাবে কেউ জানি না: চঞ্চল চৌধুরী

দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও সক্রিয়। যেখানে তিনি নিয়মিতই নিজের ভাবনা ও সৃজনশীল কাজ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তেমনটি একটি কাজ ছবি আঁকা।

অবসরে কাগজ-কলম নিয়ে ছবি আঁকতে দারুণ ভালোবাসেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি তিনি আঁকলেন দুটি মুখচ্ছবি। এর একটি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের এবং অন্যটি মঞ্চ ও টেলিভিশন নাট্যকার হাফিজ রেদুর।

নিজের আঁকা এ দুই ছবি ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেতা। ক্যাপশনে এই তারকা লেখেন, চিত্রাঙ্কন তাকে সীমাহীন আনন্দ দেয়। দীর্ঘদিন পর দুটি মুখ আঁকতে পেরে তার হৃদয় ভরে গেছে।

অভিনেতা বলেন, ছবি এঁকে আমি পরম আনন্দ পাই। অনেক দিন পর আজ দুজনের মুখচ্ছবি আঁকলাম। একজন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, আরেকজন মঞ্চ ও টেলিভিশন নাট‍্যকার হাফিজ রেদু। একটি চরিত্রে ভালো অভিনয় করতে পারলে যেমন মনটা আনন্দে ভরে ওঠে, ঠিক তেমনি একটি ভালো ছবি আঁকতে পারলেও আমার মনটা আনন্দে নেচে ওঠে। বেঁচে থাকার জন‍্য এই আনন্দ টুকুর কোন বিকল্প নেই আমার কাছে।

সঙ্গে তিনি যোগ করেছেন একটি গভীর জীবনবোধের বার্তা। চঞ্চল লেখেন, আমাদের জীবনটা কখন থেমে যাবে আমরা কেউ জানি না। তবে একটা ভালো কাজ আমাদের সবাইকে মৃত‍্যুর পরেও বহু বছর বাঁচিয়ে রাখতে পারে। প্রশ্নটা সেখানেই- আমরা কীভাবে বেঁচে থাকতে চাই? ঘৃনা ছড়িয়ে নাকি ভালো কোন কাজ দিয়ে। শেষে তিনি সবার প্রতি শুভ কামনা জানান।

এদিকে রায়হান রাফীর ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’র ঘোষণা এসেছিল অনেক আগেই। সিনেমাটিতে চঞ্চল চৌধুরীর অভিনয় করতে যাচ্ছেন। এতে আরও থাকছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS