৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ: নিজাম হাজারীর স্ত্রীর নামে মামলার অনুমোদন

৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ: নিজাম হাজারীর স্ত্রীর নামে মামলার অনুমোদন

৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ফেনীর সাবেক সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (৪ নভেম্বর) কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুদকের অভিযোগে বলা হয়, নুরজাহান বেগম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে  ৫৩ কোটি ৬৩ লাখ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। তার পারিবারিক ব্যয় বাদ দিয়ে ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত নুরজাহান ২০১৯ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি হিসাবে ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নিজাম হাজারীর নামেও একাধিক মামলা আছে দুদকের। ‘গডফাদার’ জয়নাল হাজারী পরবর্তী যুগে ফেনীর নিয়ন্ত্রক বনে যাওয়া নিজাম উদ্দিন হাজারী গত তিন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ঢাকা-ফেনীসহ বিভিন্ন জেলায় নামে-বেনামে জমি ও বাণিজ্যিক ভবন কেনা এবং বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান নিজাম হাজারী ও তার সহযোগীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS