ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নে ছাগলনাইয়ায় আনন্দ মিছিল

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নে ছাগলনাইয়ায় আনন্দ মিছিল

ফেনী-১ আসনে খালেদা জিয়াকে দলের মনোনয়ন দেওয়ায় ফেনীর ছাগলনাইয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতাকর্মীরা ‌‘তরুণ্যের প্রথম ভোট খালেদা জিয়ার পক্ষে হোক’, ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’,‘খালেদা জিয়া তোমাকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা।’ নানান ধরণের স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন সরকার এবং পৌর বিএনপির আহ্বায়ক ইউছুফ মজুমদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, আগামীর নির্বাচনে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালীভাবে মাঠে থাকবে বিএনপি। বেগম খালেদা জিয়া যেসব আসনে প্রার্থী হবেন, তার মধ্যে ফেনী-১ আসনে সর্বাধিক ভোট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।

নেতারা খালেদা জিয়াকে ফেনী-১ আসনে দলের মনোনয়ন দেওয়ায় তাকে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS