মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত

মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সংবাদ সম্মেলনে মোট ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা প্রকাশের সময় মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়নপ্রার্থী হিসেবে জনাব কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল। অনিবার্য কারণবশত ওই আসন ও প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাদারীপুর-১ (শিবচর) আসনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS