আগামী ১০ নভেম্বর আবারও বিশ্বজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ‘গ্লোবাল অ্যাটমিক কুইজ’। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছর এই কুইজের আয়োজন করে থাকে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এবারের কুইজটি অনলাইন ও অফলাইনে বাংলাসহ বিশ্বের ১৬টি ভাষায় আয়োজিত হচ্ছে। রাশিয়া, বাংলাদেশসহ বেশ কিছু দেশে আয়োজন করা হচ্ছে অফলাইন প্রতিযোগিতা। মূল অফলাইন প্রতিযোগিতাটি মস্কোতে অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
বাংলাদেশের দুটি স্থানে অফলাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে-ঢাকার নভোথিয়েটারে অবস্থিত পরমাণু শক্তি বিষয়ক তথ্যকেন্দ্র ‘আইকন’ এবং ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত পারমাণবিক তথ্যকেন্দ্র ‘পিআইসি’। নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এখানে অংশগ্রহণ করতে পারবেন।
কুইজ প্রতিযোগিতায় তিনটি থিমের (ইতিহাস, বর্তমান প্রযুক্তি এবং ভবিষ্যৎ) ওপর ১৮টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য প্রতিযোগীরা সময় পাবেন ২৪ ঘণ্টা।
অংশগ্রহণের জন্য ১০ নভেম্বর যেকোনো সময় https://quiz.atomforyou.com সাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
গ্লোবাল অ্যাটমিক কুইজের সূচনা ২০২০ সালে। কুইজে অদ্যাবধি শতাধিক দেশে ৬৫ হাজারের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।