দুই হাজার কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৩৪ জনের নামে ৫ মামলা

দুই হাজার কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৩৪ জনের নামে ৫ মামলা

প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাতের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪ জনের নামে পাঁচটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতসহ বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। এর মধ্যে জনতা ব্যাংক থেকে এক হাজার ৯৩৯ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার সালমান এফ রহমানসহ ৩৪ জনের নামে মামলার অনুমোদন করেছে কমিশন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, (১) পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড কর্তৃক ৫ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৭২ মার্কিন ডলার, (২) প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড কর্তৃক ১৮ কোটি ১৮ লাখ ৩ হাজার ৬৫৮ ডলার, (৩) কাঁচপুর এ্যাপারেলস লিমিটেড কর্তৃক ৮ কোটি ৪০ লাখ ২৯ হাজার ৫৪৭ ডলার, (৪) স্কাইনেট এ্যাপারেলস লিমিটেড কর্তৃক ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ ডলার এবং (৫) নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক ৪ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৪৮২ ডলারসহ সর্বমোট ২১ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৮০১ ডলার বা (প্রতি ডলার ৯০ টাকা হারে) ১ হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৯৪ টাকা জনতা ব্যাংক পিএলসি এর লোকাল অফিস হতে ঋণের নামে আত্মসাৎপূর্বক মানিলন্ডারিংয়ের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। ফলে কমিশন মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে পৃথক পাঁচ মামলা রুজুর অনুমোদন করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS