ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে ইজতেমার দিন-তারিখ ঘোষণার দাবি

ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে ইজতেমার দিন-তারিখ ঘোষণার দাবি

ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে যেকোনো দিন ২০২৬ সালের টঙ্গী বিশ্ব ইজতেমার দিন তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আসন্ন টঙ্গী বিশ্ব ইজতেমা নিয়ে তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় লিখিত বক্তব্যে উত্তরায় অবস্থিত জামিয়াতুল মানহাল আল কওমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কেফায়াত উল্লাহ আযহারী বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ও গণপূর্ত উপদেষ্টা এবং স্বরাষ্ট্র ও ধর্ম সচিবের উপস্থিতিতে আগামী বিশ্ব ইজতেমা আয়োজন সংক্রান্ত এক জরুরি সভা ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সরকারের পক্ষ থেকে উপদেষ্টাবৃন্দ আগামী ইজতেমা জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন স্পর্শকাতর বিষয় তুলে ধরেন। সভায় সরকারের পক্ষ থেকে ৩ জন উপদেষ্টা সিদ্ধান্ত প্রদান করে নিশ্চয়তা দেন, বর্তমানে ইজতেমা ময়দান ও কাকরাইলস্থ মালওয়ালি মসজিদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত তথা জারি করা দুটি গুরুত্বপূর্ণ পরিপত্র অপরিবর্তিত ও বহাল থাকবে। সভায় সরকারের পক্ষ থেকে উপদেষ্টাবৃন্দ তবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) দায়িত্বশীলদের আগামী টঙ্গী বিশ্ব ইজতেমা মার্চ মাসে করার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) তবলীগি মেহনতকে দ্বীনি মেহনত হিসাবে বিশ্বাস করে। দ্বীনি কাজের অংশ হিসাবে বর্তমান সরকারের অনুরোধকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে আগামী বিশ্ব ইজতেমা মার্চ মাসে করার বিষয়ে একমত হয়েছি। আমরা বিশ্বাস করি সরকারের গতকাল অনুরোধ মেনে মার্চ মাসে বিশ্ব ইজতেমা করা সরকারকে রাষ্ট্রীয় কার্যক্রমে সহযোগিতা করার শামিল।

সংবাদ সম্মেলনে ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের প্রতি যেসব আহ্বান জানানো হয়, সেগুলো হলো— 

১. বিশ্ব ইজতেমা যথাযথভাবে সমাপ্ত করার নিমিত্তে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানকে অস্থায়ীভাবে কেপিআই ঘোষণা করার জন্য সরকারকে অনুরোধ; ২. বিশ্ব ইজতেমায় সারা বিশ্বের থেকে আগত বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার নিমিত্তে নভেম্বরের শেষ সপ্তাহে ভিসা সহজিকরণ সংক্রান্ত পরিপত্র জারি করার জন্য সরকারকে অনুরোধ; ৩. সর্বশেষ সংশোধনী অনুযায়ী টঙ্গী ইজতেমা মাঠের হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িত এবং দৃশ্যমান/প্রমাণিত হুকুমদাতাদের গ্রেপ্তারসহ আইনের আওতায় এনে আইনি শাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে অনুরোধ এবং ৪. ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে যেকোনো দিন ইজতেমার দিন তারিখ ঘোষণা করতে হবে।

এ সময় তাবলীগের অন্যতম নেতা আমানুল হকসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS