প্রকল্প থেকে সরাসরি রাজস্ব খাতে স্থানান্তর চান প্রকল্পের কর্মীরা

প্রকল্প থেকে সরাসরি রাজস্ব খাতে স্থানান্তর চান প্রকল্পের কর্মীরা

সরকারের বিভিন্ন প্রকল্পের কর্মীদের সরাসরি রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া ১৯৯৭ সাল থেকে বন্ধ রয়েছে। এরপর থেকে তিন শতাধিক প্রকল্পের প্রায় ছয় লাখ কর্মী আইনি বৈষম্যের শিকার বলে দাবি করেছেন প্রকল্প খাতের কর্মীরা। আইনি জটিলতা দূর করে তাদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানানো হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ফোরাম’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি শাহ আলম বলেন, উন্নয়ন প্রকল্পের জনবল তাদের দক্ষতা, শ্রম, মেধা ও যোগ্যতা দিয়ে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। কেউ ৫ বছর, কেউ ২০ বছর বা তারও বেশি সময় ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকারি চাকরির বয়সসীমা পেরিয়ে যাওয়ায় তাদের আর আবেদন করার সুযোগ থাকে না। আইনি প্রতিবন্ধকতার কারণে এসব কর্মী রাজস্ব খাতে ঢুকতে পারেন না, অবশেষে খালি হাতে বিদায় নিতে হয়-এটি অত্যন্ত অমানবিক।

ব্যারিস্টার রবিউল আলম সৈকত বলেন, সিভিল আপিল ৪৭০/২০১৭ ও সিভিল পিটিশন ১৮১/২০১৮ অনুযায়ী চাকরি রুলে নেই এমন দুটি পদ প্রকল্প থেকে নিয়মিত করা যাবে না। কিন্তু যেগুলো রুলে আছে, সেগুলোও প্রকল্প থেকে নিয়মিত করা হচ্ছে না-এটা বৈষম্য। 

তিনি আরও বলেন, প্রকল্পে কর্মরতরা দায়িত্ব পালন করে তাদের সক্ষমতা প্রমাণ করছেন। কিন্তু কিছুজনকে রাজস্ব খাতে নিয়মিত করা হলেও বৃহৎ অংশ বাদ পড়ে যাচ্ছে-এটি বর্তমান সময়ে বড় বৈষম্য।

প্রকল্প খাতের কর্মী কাজী নজরুল ইসলাম বলেন, একই প্রকল্পের কেউ যদি সরাসরি রাজস্ব খাতে যেতে পারেন, আর অন্যদের আইনি লড়াই করতে হয়-এটা স্পষ্ট বৈষম্য। এ বৈষম্য বন্ধ করতে হবে।

ফোরামের যুগ্ম আহ্বায়ক সওয়ার হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আবু মুনিব ও মো. শরীফ হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS