হাতে গোনা কজনের মানববন্ধন, রাজু ভাস্কর্যের সামনে জিম্মি জনগণ

হাতে গোনা কজনের মানববন্ধন, রাজু ভাস্কর্যের সামনে জিম্মি জনগণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে হাতে গোনা ২০-২৫ জনের মানববন্ধনের কারণে বৃষ্টিভেজা শতশত মানুষ ঘণ্টাব্যাপী দুর্ভোগে পড়ে। একদিকে অবিরাম বৃষ্টি, অন্যদিকে রাজু ভাস্কর্যের চারপাশে সড়ক বন্ধ করে মানববন্ধন-ফলে সাধারণ মানুষ কার্যত জিম্মি হয়ে পড়ে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজু ভাস্কর্য চত্বরে মানবপ্রাচীর তৈরি করে সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায় একদল চাকরিপ্রত্যাশীকে। আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘২৪ বিধি সংশোধন করো, নিয়োগ বাণিজ্য বন্ধ করো’। নিচে লেখা ছিল-‘৪৩ নন-ক্যাডার’।

প্রায় ২০-২৫ জন আন্দোলনকারী রাজু ভাস্কর্যের চারপাশে সড়ক বন্ধ করে অবস্থান নিলে সেখানে আটকে যায় রিকশা, মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন। প্রবল বৃষ্টিতে আটকে পড়া শতশত মানুষ ভিজে একাকার হয়ে যায়। বৃষ্টির মধ্যে কোনো আশ্রয় না পেয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

অবরোধের কারণে সিটি করপোরেশনের বৈদ্যুতিক লাইন মেরামতের একটি বড় গাড়িও সেখানে আটকে থাকতে দেখা যায়। এক রিকশাচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বৃষ্টি মাথায় নিয়ে রাতে আবার আন্দোলন! লোকজন তো ২০-২৫ জনের বেশি না-তাও শত মানুষকে কষ্টে ফেলছে। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, চাকরির কিছু দাবি নিয়ে কয়েকজন রাজু ভাস্কর্য এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে রেখেছিলেন বলে জানতে পেরেছি। তবে এতক্ষণে তারা সড়ক ছেড়ে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS