বামপন্থি গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান

বামপন্থি গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান

কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্রসাম্প্রদায়িক ডানপন্থি গোষ্ঠীর আস্ফালন রুখতে গণ-মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম এগিয়ে নিয়ে বামপন্থি-গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিএ (সিপিবি) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শ্যামপুর রেলস্টেশন সংলগ্ন বড়ইতলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কদমতলী থানা এবং ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এ আহবান জানান।

জনসভায় সভাপতিত্ব করেন সিপিবি কদমতলী থানা কমিটির সভাপতি ফিরোজ আলম মামুন। বক্তব্য রাখেন সিপিবি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সিপিবি কদমতলী থানা কমিটির সাধারণ সম্পাদক এ,কে,এম বদিরুজ্জামান, ৫২-৫৩ নং ওয়ার্ড শাখার সদস্য কামরুল হাসান। জনসভা পরিচালনা করেন সিপিবি কদমতলী থানা কমিটির  সহ সাধারণ সম্পাদক জনি আরাফ খান।

সভায় মো. শাহ আলম বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে। শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে শ্রমিক-কৃষক, যুব ও নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। বামপন্থীদের সরকার গঠন করতে সকল দেশিপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের নেতৃত্বেই আগামী দিনের ক্ষমতায় লড়াইকে অগ্রসর করতে হবে।

তিনি বক্তব্যে বলেন, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্রসাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণ-মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম এগিয়ে নিন। বামপন্থী গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জনগনের প্রতি আহবান জানান তিনি।

জনসভায় সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম কদমতলী থানা কমিটির সভাপতি ফিরোজ আলম মামুনকে সিপিবি ঢাকা ৪ (শ্যামপুর-কদমতলী থানা) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS