ঢাকায় আসছেন ভ্যাটিকানের মন্ত্রী ফেলিক্স জারনি

ঢাকায় আসছেন ভ্যাটিকানের মন্ত্রী ফেলিক্স জারনি

ভ্যাটিকান ডিকাস্ট্রি ফর প্রমোটিং ইন্টিগ্রাল হিউম্যান ডেভেলপমেন্টের প্রিফেক্ট (সমন্বিত মানব উন্নয়নবিষয়ক মন্ত্রী) কার্ডিনাল মাইকেল ফেলিক্স জারনি ৫ দিনের সফরে ঢাকায় আসছেন। তিনি আগামী ১ থেকে ৫ নভেম্বর বাংলাদেশ সফর করবেন।

ভ্যাটিকানে মন্ত্রীর পদ মর্যাদার কার্ডিনাল জারনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী, পথশিশু, আদিবাসী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন। তিনি ক্যাথলিক বিশপস কনফারেন্স অব বাংলাদেশ (সিবিসিবি), সিবিসিবির বিচার ও শান্তি কমিশনের সদস্য এবং অন্যান্য খ্রিস্টান ও আন্তঃধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

চেকোস্লোভাকিয়ায় জন্মগ্রহণকারী এবং কানাডায় বেড়ে ওঠা একজন জেসুইট কার্ডিনাল জারনি ২০১০ সাল থেকে ভ্যাটিকানে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে অভিবাসন, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য এবং মানবিক সংকটের মতো বৈশ্বিক উদ্বেগ মোকাবিলার জন্য দায়িত্বপ্রাপ্ত ডিকাস্ট্রি ফর প্রমোটিং ইন্টিগ্রাল হিউম্যান ডেভেলপমেন্টের (মন্ত্রণালয়) নেতৃত্ব দিচ্ছেন। এই সফরে তার সঙ্গে আছেন তার সচিব ফাদার জোসেফ সাভারিম্যাথু এবং এশিয়ার আঞ্চলিক সমন্বয়কারী ফ্রান্সেসকা ডোনা। বাংলাদেশে তার সফরের লক্ষ্য জলবায়ু ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার, নৈতিক নেতৃত্ব এবং আধ্যাত্মিকতা উৎসাহিত করা, একইসঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে পোপ ফ্রান্সিসের সংহতি প্রকাশ করা।

আয়োজকরা জানান, এই ঐতিহাসিক সফর জলবায়ু পরিবর্তন, শরণার্থী সংকট এবং দারিদ্র্যসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক ন্যায়বিচার প্রচারে গির্জা এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে পারে। এই সফর আন্তঃধর্মীয় সংলাপকে উৎসাহিত এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বাড়ানোর সম্ভাবনাও রাখে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS