দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে, অধ্যাদেশ অনুমোদন

দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে, অধ্যাদেশ অনুমোদন

মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই আইনে পরিবারের সদস্য ছাড়াও ঘনিষ্ঠজনরা নিঃস্বার্থভাবে কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দান করার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

দেশে পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দানের বিষয়ে আইন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটির সরমর্ম দাঁড়ায়, দেশে কিডনি ট্রান্সপ্লান্ট বা অন্য কোনো অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে বর্তমান আইনে কেবল পরিবারের সদস্যরাই অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারেন। প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো, অন্য কোনো দেশে গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকা পয়সা দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের চেষ্টা করা হতো। এই পরিস্থিতি এড়াতেই সরকার নতুন অধ্যাদেশে শুধু পরিবারের সদস্য নয়, যাদের সঙ্গে মানসিক বা আবেগিক সম্পর্ক (ইমোশনাল অ্যাটাচমেন্ট) রয়েছে, তারা যদি নিঃস্বার্থভাবে অঙ্গপ্রত্যঙ্গ দান করতে চান, সেটিকে আইনি বৈধতা দেওয়ার ব্যবস্থা করছে। 

আসিফ নজরুল আশা প্রকাশ করে বলেন, যাদের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের জন্য বিদেশে যেতে হতো, তারা এখন দেশে থেকেই প্রচলিত আইনের আওতায় এ চিকিৎসা নিতে পারবেন। এতে ব্যয় অনেক কমবে, মানুষের ভোগান্তিও হ্রাস পাবে।

এদিন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, আমাদের যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, গণহত্যার দায়ে যার বিচার চলছে। তার ব্যবহৃত সরকারি বাসভবনটিকে জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা একটা আলাদা জাদুঘর হবে। এটা আমাদের জাতীয় জাদুঘরের কোনো শাখা প্রশাসন হবে না। গুরুত্ব ও আবেদন বিবেচনা করে এটিকে সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানের হিসেবে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছে।

আসিফ নজরুল আরও জানান, এই অধ্যাদেশের আওতায় দেশে বিভিন্ন স্থানে যেখানে ‘আয়নাঘর’ রয়েছে, সেখানে শাখা জাদুঘর হিসেবেও জুলাই জাদুঘর সম্প্রসারণের সুযোগ থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS